আমরা অভিভাবকশূন্য হয়ে গেলাম
মোবাশ্বেরা খানম বুশরা তোয়াব খানের সঙ্গে প্রথম দর্শনেই তার সাংবাদিক পরিচয়টি আমাকে রোমাঞ্চিত করেছিল। কারণ, সেই বাল্যকালে এ শব্দটির প্রতি কেমন যেন অপ্রতিরোধ্য একটি আকর্ষণ তৈরি হয়েছিল। তোয়াব খানকে তাই মনে হতো স্বপ্নপুরুষ। মনে করতাম, রহস্যময় এক জগতের বাসিন্দা তারা, সব জানেন, সব খবর রাখেন,…